শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি মোফাজ্জল,সাধারণ সম্পাদক শেখ আছলাম
ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ
স্বাধীনতা সত্য প্রকাশে


শেখ আছলামঃ
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আনন্দ মুখর উৎসব পরিবেশে ২০২৫-২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৭ফেব্রুয়ারী ক্লাবের অভ্যন্তরে বিকেল ৩টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ৪ টায় শেষ হয়। ভোট গণনা শেষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মোফাজ্জল হোসেনকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শেখ আছলাম ৫ ভোট এবং জাকির লস্কর ৫ভোট সমান-সমান হওয়ায় ২০২৫ সালের জন্য সাধারণ সম্পাদক শেখ আছলামকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। মোহাম্মদ জাকির লস্কর কে ২০২৬ সালের জন্য বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। এছাড়া সহ-সভাপতি পদে শেখ আল-আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।অপরদিকে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হোসেন পলাশ এবং সাংগঠনিক সম্পাদক পদে তারিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট জসিম মোল্লা।
আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাবেক কোষাধক্ষ্য ফরহাদ হোসেন জনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাবেক কার্যকরী সদস্য মোঃ মান্নান সিদ্দিকী।