শ্রীনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ২১, ২০২৪

 

শেখ আছলামঃ

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ২১ মে সকাল ১০টার সময় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব মোকছেদুল করীম এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন মাস্টার।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য স্বপন চৌধুরী, সোহাগ মোড়ল,মোঃ জাকির হোসেন,মোঃ সালাম, মোঃ হুমায়ন,সংরক্ষিত মহিলা সদস্য সহ অনান্য ইউপি সদস্য, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ

বাজেট ঘোষণা সভায় সভাপতির অনুমতিক্রমে ইউপি সচিব জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে আয় ধরা হয়েছে মোট ১,১৭,৬১,৯০০ টাকা ব্যয় ১,১৫,২৩,৫০০টাকা। বাজেটে কৃষি, শিক্ষা,বৃক্ষরোপণকর্মসূচি ও স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে।