শ্রীনগরে হৃদয় মোড়লের নেতৃত্বে বর্ন্যাঢ্য র্যালী
ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ
স্বাধীনতা সত্য প্রকাশে


শেখ আছলামঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় শুক্রবার ২৪ জানুয়ারী এক বর্ন্যাঢ্য র্যালী আয়োজন করা হয়েছে।
“তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ ”শ্লোগানে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি পদপ্রার্থী মোঃ হৃদয় মোড়লের নেতৃত্বে এক বর্ন্যাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
কনকনে শীতের ঘনকুয়াশা,হিমেল বাতাশ উপেক্ষা করে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে প্রায় দু-হাজার নেতাকর্মীরা শ্রীনগর কলেজ মাঠে সমবেত হতে থাকে।
সবাই একত্রিত হওয়ার পর কলেজ মাঠ হতে র্যালীটি শ্রীনগর উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা রিজু আহমেদ,শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ হাসিব, শ্রীনগর উপজেলা সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন,মঞ্জিল হোসেন,নাবেদ,হৃদয়,ডিকু, পিয়াস,আকাশ,অনিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই হাজার নেতা কর্মী।