শ্রীনগরে কয়েকদিনের ব্যাবধানে আরও একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরি
ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ
স্বাধীনতা সত্য প্রকাশে


শেখ আছলামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কয়েকদিনের ব্যাবধানে আরও একটি কবরস্থান থেকে ০৭ টি কঙ্কাল চুরি হয়েছে।বুধবার রাতে কোন এক সময়ে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া কবরস্থান থেকে ২১ টি কবর খুঁড়ে ০৭ টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন কবর খোড়া দেখতে পেয়ে কুলিশে খবর দেন।উল্লেখ্য, মেডিকেল কলেজ ছাত্রদের পেশাগত শিক্ষার প্রয়োজনে ও তান্ত্রিক এবং জাদুকরদের কালো জাদুর কাজের জন্য অনেক সময় মানুষের কঙ্কাল প্রয়োজন হওয়ায় এবং এর বাজারমূল্য অত্যাধিক হওয়ায় একটি চক্র সক্রিয়ভাবে লোক চক্ষুর অন্তরালে কবরস্থান থেকে কঙ্কাল ও এর অংশবিশেষ চুরি করতে পারে। উল্লেখ্য, গত এক মাসে উপজেলার বেঁজগাও কবস্থানে দুবার, সাতগাও কবস্থান ও সিংপাড়া কবস্থান থেকে কঙ্কাল চুরি হয়।
তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, সকালে এলাকার লোকজন কবর খোড়া দেখতে পেয়ে আমাকে জানালে আমি শ্রীনগর থানায় বিষয়টি অবহিত করি।পরবর্তীতে শ্রীনগর থানা পুলিশ এসে এলাকার লোকজনকে সাথে নিয়ে খুড়েফেলা ২১ কবর থেকে ৭ টি কবরের কঙ্কাল চুরি হয়েছে বলে জানান।
শ্রীনগর থানার ওসি মোঃ শাকিল আহমেদ জানান, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিংপাড়া কবরস্থান থেকে ০৭ টি কঙ্কাল চুরি হওয়ার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।