শ্রীনগরে কয়কীর্তন এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

শেখ আছলামঃ

শনিবার দুপুর ১ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলার কয়কীর্তন গ্রামবাসী এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন কয়কীর্তনের আবু বক্কর, শাহিন, নিরব, জয়, রোহান, রুমা বেগম, নার্গিস বেগম, চায়না বেগম,রিনা আক্তার, বিউটি বেগম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে প্রশাসনের কাছে সঠিক বিচার চেয়ে বক্তারা বলেন,শুক্রবার মাদক কারবারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই এলাকার ফারুক খান, রিয়াদ ও সৈকতগং আবু বক্করের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করে। এ ঘটনায় একালাবাসী মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোব সমাবেশের ডাক দেন। বিক্ষোভ সমাবেশে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ উপস্থিত
ছিলেন।