শ্রীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

 

শেখ আছলামঃ

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে দিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি বুধবার শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জোবায়ের হাবিব।
আরও উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ,এল, জি ইডি কর্মকর্তা মহিফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম,প্রমুখ।
উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে এই বছর অংশ গ্রহন করে,স্যার জে,সি বোস ইনস্টিটিউট,শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়, ষোলঘর অক্ষয় কুমার ও শশী কুমার উচ্চ বিদ্যালয়,বাড়ৈগাও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সহ মোট ১৮ টি স্কুল অ্যান্ড কলেজ অংশ নেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা।