শপথ নিলেন মুন্সিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত প্রথম নারী মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি : 

শপথ নিলেন মুন্সিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত প্রথম নারী মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল)  ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিনের স্বামী মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

উল্লেখ্য, গত ৯ মার্চ মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচনে চৌধুরী ফাহরিয়া আফরিন জগ প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন। তার সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন  শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহতাব উদ্দিন কল্লোল।

এর আগে চলতি বছর  ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌরসভার মেয়র পদ ছেড়ে দিয়ে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এমপি। নবনির্বাচিত মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এমপির সহধর্মিণী।