যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ
স্বাধীনতা সত্য প্রকাশে


শাহনাজ হীরা , মুন্সিগঞ্জ :
নানা আয়োজন আর যথাযোগ্য মর্যাদায় মুন্সিগঞ্জে মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধা নাম পলক স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মহিউদ্দিন, জেলা প্রশাসক আবু জাফর রিপন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম সহ জেলা ও উপজেলা প্রশাসনের সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।
পরে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম প্রাঙ্গণে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ , পুলিশ,আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,স্কাউট,গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একই দিনে সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু চীফ সিকিউরিটি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো মহিউদ্দিন।
দিনব্যাপী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়।