মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান
ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ
স্বাধীনতা সত্য প্রকাশে


শাহনাজ হীরা :
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের কৃতি সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ কর্তৃক এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় ২০২২ সালে জিপিএ গোল্ডেন ৫.০০ প্রাপ্ত (০৩) জন শিক্ষার্থীকে পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি হিসেবে ক্রেস্ট, সম্মানী অর্থ প্রদান করেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোহাম্মদ আসলাম খান পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ন, উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন।