মুন্সীগঞ্জে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ৬, ২০২৪

শাহনাজ হীরা :

মুন্সীগঞ্জে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে.  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আবুজাফর রিপন, বিপিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোঃ আসলাম খান পিপিএম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ
প্রফেসর সুভাষ চন্দ্র হীরা, মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর  আব্দুল হামিদ মোল্লা,  এবং জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন।

সোমবার ( ৬ মে) সকাল ১০ টায় প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফেরদৌস ওয়াহিদ।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক একটি প্রজন্ম তৈরির লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এই কর্মযজ্ঞের আয়োজন করে।

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মুন্সীগঞ্জের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন।