মুন্সীগঞ্জে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

 

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ও সরবরাহ চেইন তদারকি করতে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স কমিটি। সোমবার বিকেলে টাস্কফোর্স মুন্সীগঞ্জ শহরের বাজার মনিটরিং করে।

মনিটরিং দলটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পণ্যের যৌক্তিক মূল্যসহ উৎপাদন, পাইকার ও ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্য পার্থক্য মনিটরিং করেন।

মনিটরিং পরিচালনায় উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সদস্য ও জেলা ক্যাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার মন্টু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ্, মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হকসহ আরো অনেকে।