মুন্সীগঞ্জে পাইকারি মূল্যে সবজি বিক্রি করছেন শিক্ষার্থীরা

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

 

মুন্সীগঞ্জ সদর প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে অসাধু সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য ঠেকাতে পাইকারি মূল্যে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি বিক্রি শুরু করেছেন স্টুডেন্ট অফ মুন্সীগঞ্জ (স্টুমুন) এর শিক্ষার্থীরা।

‘কৃষক-জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ’ এই স্লোগানকে সামনে নিয়ে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। সোমবার সকাল ৭ টা থেকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট শহীদ চত্বরে ন্যায্যমূল্যে সবজি বিক্রির এ কার্যক্রম শুরু হয়।

ভ্রাম্যমাণ এ বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতি পিস ডিম বিক্রি হয়েছে ১২টাকা, আলু প্রতি কেজি ৪৯ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, গাটি কচুঁ প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে ৩৪, বেগুন ৫০, শিম ১২০, ধনেপাতা ১৪০ টাকা, ফুলকপি ৪৬ টাকা, জলপাই ৫৬ টাকা, ধুন্দল ৫০ টাকা কেজি দরে।

উদ্যোক্তারা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ৎ থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতেই এই কার্যক্রম চলমান থাকবে।