মুন্সীগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের ধর্ষণ বিরোধী সমাবেশ
ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ
স্বাধীনতা সত্য প্রকাশে


মুন্সীগঞ্জ প্রতিনিধি :
নারী ও শিশু ধর্ষণ, সহিংসতা রোধ এবং ধর্ষকের বিচার নিশ্চিত করার দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকালে নারী ও শিশু অধিকার ফোরাম, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি সোনিয়া হাবিব লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক কমিশনার মোহাম্মদ আলী লিটন, জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এম.এম.রহমান, মো. শাহীন মিয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক শাহনাজ হীরা, সদস্য জান্নাতুল বাকিয়া,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. টগর, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ হুমায়ুন আহমেদ, সদর ও শহর ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন, বিএনপি নেতা শাহআলম, সুজন খান,যুবদল নেতা মো. ইকবাল, মজিবুর রহমান চঞ্চল, মাসুদ পারভেজ খান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক শিপলু প্রমুখ। মানববন্ধনে বক্তারা নারী ও শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি জানান।