প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগ মুন্সিগঞ্জে ১২ টি লাইব্রেরী পেল ৪ হাজারের বেশি বই

ভোরের মুন্সিগঞ্জ ভোরের মুন্সিগঞ্জ

স্বাধীনতা সত্য প্রকাশে

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

 

সদর প্রতিনিধি,মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জে ১২টি লাইব্রেরীকে ৪ হাজার ৩৯৪ টি বই উপহার দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ও বিকাশের উদ্যোগে এসব বই বিতরণ করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে মুন্সিগঞ্জ বন্ধুসভার পরিচালনায় এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক,সাংবাদিক জিতু রায়।বই বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন।

বিকাশ এ বছর সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।

এদিন ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র,গ্রন্থকুঞ্জ সার্বজনীন পাঠাগার,মুন্সিগঞ্জ কালেক্টরেট কিশোলয় কিন্ডারগার্টেন স্কুল লাইব্রেরী,রহমান মাস্টার স্মৃতি পাঠাগার, পূর্বরাখি জ্ঞানের আলো পাঠাগার,আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতিপাঠাগার,খাঁনবাড়ি জালালউদ্দিন সৃতি পাঠাগার,প্রবাসি ওয়েলফেয়ার এসোসিয়েশন পাবলিক লাইব্রেরী,টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয় লাইব্রেরী,মুন্সিগঞ্জ কলেজ লাইব্রেরী,মরহুম আব্দুল ইউসুফ মামুন স্মৃতি পাঠাগার ও আলাল স্মৃতি পাঠাগার নামে ১২ টি লাইব্রেরীর প্রতিনিধিদের হাতে বই তুলে দেওয়া হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শিক্ষাবিদ খালেদা খানম,বিকাশ কমিউনিকেশন করর্পোরেটের মহাব্যবস্থাপক রুখসানা মিলি, সহকারি কমিউনিকেশন করর্পোরেটের ব্যবস্থাপক সোহেল হোসেন,প্রথম আলো ট্রাষ্টের
কর্মসূচি ব্যবস্থাপক গোলাম রব্বানী ও নাজিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বই পেয়ে খুশি হন লাইব্রেরীর প্রতিনিধিরা।তাদের পছন্দের লেখক,ছড়া, গল্প,উপন্যাস,আরবি শিক্ষার বই পেয়ে বিকাশ ও প্রথম আলোকে ধন্যবাদ জানান।ভবিষ্যতে এমন উদ্যােগ অব্যহত রাখার অনুরোধ জানান তাঁরা।

শিক্ষাবিদ খালেদা খানম বলেন,
বই হচ্ছে মানুষের জন্য সর্বচ্চো উপহার।বই পড়লে অজানাকে মানুষ জানতে পারে,শিখতে পারে।বই পড়লে একজন মানুষের মনন তাকে অনেক দূর নিয়ে যেতে পারে,যেখানে মহাকাশ ও যেতে পারবেনা।আজকাল যান্ত্রীক জীবনে বই পড়া ছেড়ে দিচ্চে মানুষ।বাচ্চারা বই ছেড়ে মোবাইলের দিকে ঝুঁকে পড়েছে।বিকাশ ও প্রথম আলো বই বিতরণের যে উদ্যােগ নিয়েছে সেটি প্রশসংনীয়।