গোমস্তাপুরে ৫ দিন পর দেখা মিলল সূর্যের

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪

গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ৫ দিন পর ক্ষণিকের জন্য সূর্যের দেখা মিলেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে।

বুধবার দুপুর আড়াইটার দিকে আকাশের ঘন কুয়াশা ভেদ করে যখন সূর্যের হাসি দেখে এলাকাবাসী কিছুটা স্বস্তি প্রকাশ করে। বিকেল ৪ টা পর্যন্ত সূর্যের আলোর স্থায়ীত্ব থাকে।মাঘের শুরুতেই সূর্যের দেখা না মেলায় এ অঞ্চলে শীতের তীব্রতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। বেশি শীত অনুভূত হওয়ায় কৃষকরা চাষাবাদ করতে পারছেনা।

এছাড়া শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি হাসপাতালে ভর্তি হচ্ছেন। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার মোট ২৯ জন রোগী ভর্তি ছিল। এরমধ্যে শীতজনিত রোগে শিশুসহ ৫ জন ও ৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী রয়েছে।